Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

 

বিভাগীয় সমবায় দপ্তর, সিলেট,  সমবায় অধিদপ্তর ঢাকা এর অধীনস্থ একটি সরকারী প্রতিষ্ঠান। ১৯০৪ সাল থেকে এদেশের জনগণকে সমবায়ের ৭টি আদর্শে উদ্ভুদ্ধ করে এ প্রতিষ্ঠান দেশের সকল শ্রেণীর ও পেশার জনগণের আর্থ সামাজিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরনের জন্য কাজ করে আসছে । এদেশে সমবায় আন্দোলন আমত্মর্জাতিকভাবে স্বীকৃত ৭টি আদর্শ দ্বারা পরিচালিত হয় । এগুলো হচ্ছে :

 

১. স্বত:স্ফুর্ত ও অবাধ সদস্যপদ ২.সদস্যের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ৩.সদস্যের আর্থিক অংশগ্রহণ  ৪.স্বায়ত্বশাসন ও স্বাধীনতা  ৫.শিক্ষা, প্রশিক্ষণ ও তথ্য  ৬.আমত্ম:সমবায় সহযোগিতা ৭সামাজিক অঙ্গীকার।

 

সমবায়ের ভিত্তি হচ্ছে গণতন্ত্র, সাম্য ও সংহতি এবং এর লক্ষ্য হচ্ছে স্বাবলম্বিতা ও স্বনির্ভরতা। মূলত: কৃষিনির্ভর অর্থনীতিকে সমর্থন করার জন্য এদেশে সমবায়ের সূচনা হলেও বর্তমানে অর্থনীতির প্রায় সকল ক্ষেত্রে সমবায় তার কার্যক্রমকে বিসত্মৃত করেছে ।

 

প্রত্যাশা :

গণতন্ত্রমনা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক নারীপুরম্নষ নির্বিশেষে সুশিক্ষিত ও সুদক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে সমবায় আন্দোলনকে বেগবান করা ।

 

লক্ষ্য :

 

ধনী, দরিদ্র নির্বিশেষে স্বীয় চেষ্টায় উন্নয়নে প্রত্যয়ী জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে সংগঠিত করে উদ্যোক্তা সৃষ্টি ওপূঁজি বিনিয়োগের মাধ্যমে স্বকর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করে দারিদ্র দূরীকরণ। শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতামূলক অংশগ্রহণ নিশ্চিত করা ।

দায়িত্ব:

১.ধনী দরিদ্র নির্বিশেষে গণতন্ত্রমনা জনগণকে সমবায় আদর্শে উদ্বুদ্ধ করা এবং তাঁদের সমন্বয়ে সমবায় সমিতি গঠন, নিবন্ধন, তত্ত্বাবধায়ন ও আইনগতভাবে নিয়ন্ত্রণ করা ।

২.নিবন্ধিত সমবায় সমিতির নিরীক্ষা, পরিদর্শন ও তদমত্ম করা । সমবায় সমিতির বিভিন্ন অনিয়মের জন্য দোষী সদস্যদের দন্ড প্রদান করা।

৩.সমবায় সমিতির বিভিন্ন ধরণের বিরোধ ও আপীল নিষ্পত্তি ও অকার্যকর সমিতির নিবন্ধন বাতিল করা। সমবায় অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সৃজনশীল ও পেশাগতভাবে দক্ষ করে গড়ে তোলা ।

৪.সমবায় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে সমবায় সম্পর্কিত জ্ঞান, দক্ষতা বৃদ্ধির জন্য সমবায় ব্যবস্থাপনা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, আত্ম কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন সংক্রামত্ম প্রশিক্ষন প্রদান ।

৫.সমবায় আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সমবায়ের প্রচার ,প্রকাশনা, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করা ।

৬.সরকার কর্তৃক বাসত্মবায়িত আশ্রয়ণ প্রকল্প, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও সরকারী অন্যান্য প্রতিষ্ঠান গৃহীত কর্মসূচীর আওতায় সংগঠিত সমবায় সমিতি নিবন্ধন, তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ।

৭.সমবায় সংশিস্নষ্ট সকল প্রকার উন্নয়ন প্রকল্প বাসত্মবায়ন, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করা ।

ছবি